আনন্দকে আরো রাঙাতে সাভারের বিনোদন কেন্দ্রগুলো ছাড়াও দর্শনার্থীদের জন্য প্রতিদিনের মত ঈদের ছুটিতেও খোলা থাকবে মিলিটারি ফার্ম এলাকার মিনি চিড়িয়াখানা ও পিকনিক স্পট অরণ্যালয়।
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অদূরে সেনাবাহিনী পরিচালিত এই মিনি চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। শতভাগ হকার মুক্ত সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অবস্থিত এই চিড়িয়াখানা সর্বদা ছায়া ও শীতল পরিবেশ বিরাজমান। এখানে প্রবেশ মূল্য সামরিক ৫ টাকা এবং বেসামরিকদের জন্য ২০ টাকা।
মাত্র ২০ টাকার বিনিময়ে এই চিড়িয়াখানায় দেখা মিলবে চিত্রা, সাম্বার, মায়া প্রজাতির হরিণ, খরগোশ, গিনপিগ, অজগর, ভাল্লুক, জলহস্তী, ময়ূর, ময়না ও টিয়াসহ বেশ কয়েক জাতের পাখি আর বানরের।
ঈদ উৎসবের ছুটিতে নৌকাভ্রমণের শখটাও মেটাতে পারেন, পারবেন পরিবার বা প্রিয়জনের সঙ্গে নৌকায় করে ঘুরে বেড়াতে। এখানে দর্শনার্থীদের জন্য ঘণ্টা হিসেবে নৌকা ভাড়া দেওয়া হয়। এজন্য রয়েছে নায়রী, ডিঙি ও খেয়া নামে বাহারি ৩টি নৌকা।
তবে ভয় নেই, প্রত্যেকের জন্যই লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে এখানে। ‘নায়রী বোট’-এর ভ্রমণে প্রতি ২০ মিনিট ১০০ টাকা। প্রতি নৌকায় শিশুসহ সর্বোচ্চ চারজন। তবে অভিভাবক ছাড়া ছোট শিশুদের নৌকাভ্রমণ নিষিদ্ধ।
শুধু তাই নয়, ঘোড়ায় চড়ার ব্যবস্থাও রয়েছে এই মিনি চিড়িয়াখানা ও পিকনিক স্পট অরণ্যালয়ে।