কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আজিজুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ শাহ আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, আজিজুল হক আইন পেশায় তাঁর দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের ন্যায্য বিচার প্রাপ্তিতে সবসময় কাজ করে গেছেন। তিনি বলেন, আইনজীবীদের দক্ষতা বাড়ানো এবং বিচার বিভাগ ও বারের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
রাষ্ট্রপতি হামিদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শাহ আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com