
নীলফামারীর ডিমলায় প্রবীণ সাংবাদিক আলতাফ হোসেন চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
মঙ্গলবার (৭জুন) দুপুর ২টার দিকে উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের তালতোলা বিরুপাড়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্য জনিত রোগে তিনি মৃত্যুবরন করেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০ টায় পারিবারিক কবরস্থানে জানাজা অনুষ্ঠিত হবে।
আলতাফ হোসেন ছিলেন ডিমলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি, দৈনিক খবরপত্র ও চ্যানেল এসএ’র উপজেলা প্রতিনিধি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
