২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক পদ্মা সেতুর উদ্ধোধনী অনুষ্ঠানে অংশ হিসেবে ময়মনসিংহে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে সর্বাত্মাক প্রস্তুুতি গ্রহন করা হয়েছে।এদিন সকালে র্র্যালীর মাধ্যমে কর্মসূচি শুরু হবে।পদ্মাসেতু উদ্ধোধন উপলক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আলোক সজ্জা, তোরণ নির্মান এবং প্রতিটি সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ ১০ হাজার লোকের আয়োজন এর ব্যবস্হা করা হয়েছে বলে ২২ জুন বুধবার বিকেলে জেলা প্রশাসনের কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন জেলা প্রশাসক মো এনামুল হক। এসময় আরোও উপস্থিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বুধবার বিকালে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক আরো জানান, আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে ময়মনসিংহ জেলায় ৩০২৯৭১ জন নিম্ম মানুষের নিকট ভর্তূকি মূল্য টিসিব’র নিত্যপ্রয়োজনীয় পন্য বিক্রি কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে।টিসিবি’র প্যাকেজে দেওয়া হবে ১ কেজি চিনি ৫৫ টাকা, ২ কেজি মশুর ডাল ৬৫ টাকা,
২ কেজি সয়াবিন তেল ১১০ টাকা কেজি,পূর্বের কার্ডধারী ফ্যামিলীগন এই টিসিবি’র পণ্য পাবেন।টিসিবি’র সিলকৃত পলিব্যাগে এই পণ্য দেওয়া হবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com