
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দা গ্রামে ২০ আগস্ট রাতেঁ অতর্কিত হামলা চালিয়ে বাচ্চু মিয়া (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে বাইড়াইয়া হাত ভেঙ্গে দেয় ও কুপিয়ে গুরুতর জখম করে। ভুক্তভোগী বাচ্চু মিয়ার পরিবারের লোকজন জানান বাচ্চু মিয়া আওয়ামী লীগ কর্মী, বিএনপি থেকে সদ্য যোগদানকারী (নব্য আওয়ামী লীগ) সুতাকান্দা গ্রামের মৃত মুনসুর মোলার ছেলে কুদ্দুস মোল্লা ও একই গ্রামের আবদুর রউফ এর ছেলে ইউনুস এর নেতৃত্বে তার লোকজন হাসেমের ছেলে মেহেদী, তৈয়ব আলী মাতুব্বর এর ছেলে রাসেল,বতুমিয়ার ছেলে মঙ্গল, পান্নু মাতুব্বর এর ছেলে হাসিব,আনোয়ার মাতুব্বর এর ছেলে জনি,ছুলমান এর ছেলে আশ্রাফ,ইউনুস এর ছেলে লালন,নাজমুল সহ১০ থেকে ১২ জন লোকজন বাচ্চু মিয়ার উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। বাচ্চু মিয়া সুতাকান্দা বাজার থেকে রাত ৮ টার দিকে বাড়ি ফেরার পথে পান্নু শেখের বাড়ির সামনে পৌছালে উৎপেতে থাকা পরিকল্পিত সন্ত্রাসীরা এ হামলা চালায়। নব্য আওয়ামী লীগ কুদ্দুস মোল্লা ও ইউনুস এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে এলাকায় নিরহ মানুষদের জিম্মি করে ফায়দা লুটছেন বলে এলাকার অনেকই বলেন।তবে নব্য আওয়ামী লীগ নেতা কুদ্দুস মোল্লা বলেন পাট চুরি হয়েছে তাই শুনেছি মারামারি হয়েছে এর বেশি আমি জানিনা।তবে এই ঘটনা নিয়ে থানায় মামলা করবেন বলে বাচ্চু মিয়ার স্ত্রী জানান।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
