নজরুল ইসলাম জুয়েল,ময়মনসিংহঃ
ময়মনসিংহ মহানগরীর চর কালীবাড়ি নিবাসী রাকিব হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবি এবং মামলাটি দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে রবিবার সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, ডিআইজি,জেলা প্রশাসক
পুলিশ সুপারের নিকট স্মারকলিপি জমা দিয়েছে এলাকাবাসী ।
স্মারকলিপি জমা দেওয়ার পূর্বে হাজার হাজার নারী পুরুষ চর কালীবাড়ি এলাকায় সমবেত হয়ে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে এসে রাকিব হত্যা মামলার মূল আসামি শাওনসহ সকল আসামিদের ফাঁসির দাবি জানিয়ে স্লোগানে মুখরিত করে তোলে ।
স্মারকলিপি প্রদানকালে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এমদাদুল হক মন্ডল, ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল উদ্দিন, ৩১ ৩২ ৩৩ নং ওয়ার্ডের সংগ্রহীত আসনের কাউন্সিলর ফারজানা ববি কাকলি, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন ড. মোঃ সিরাজুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ বি সিদ্দিক, নিহত রাকিবের চাচা মহানগর আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক সাগর
চর ঈশ্বরদীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশের্দুল আলম জাহাঙ্গীর, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তোতা, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিন্টুসহ হাজার হাজার অঞ্চলবাসী এ সময় উপস্থিত ছিলেন ।