ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন কার্যকরে কঠোর ব্যবস্থা গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৪ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

গতকাল ৩ নভেম্বর রাত ৯টার পর ময়মনসিংহের ঐতিহাসিক জয়নুল আবেদীন পার্ক এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানের মূল লক্ষ্য ছিল ট্রাফিক নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন যথাযথভাবে কার্যকর করা, যা শহরের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ এবং পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা এ সময় পার্কের আশেপাশের এলাকায় নিয়ম লঙ্ঘনকারী যানবাহন বিশেষ করে মোটরসাইকেল চালকদের উপর নজরদারি বৃদ্ধি করেন। মোটরসাইকেল চালকদের মধ্যে যারা হেলমেট পরিধান করেননি, যাদের লাইসেন্স নেই, অথবা যারা অতিরিক্ত গতি কিংবা ভুল পথে গাড়ি চালাচ্ছিলেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে বিভিন্ন চালকের যানবাহন চেক করে আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা প্রদান করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে এই ধরনের অভিযান শহরের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে অব্যাহত থাকবে এবং এখন থেকে প্রতিদিনই ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com