
ময়মনসিংহের ত্রিশালে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলার মামলায় এজাহার নামীয় আসামী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেনসহ ৬ জনকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। আটককৃতরা হলেন, ত্রিশাল ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন বাচ্চু (৪০), পৌর জাতীয় শ্রমিক লীগের আহবায়ক রুবেল সরকার, জিআর সাজাপ্রাপ্ত মামলায় স্বপন, সিআর মামলায় সাজাপ্রাপ্ত মোঃ রুবেল মিয়া ও সুমন মিয়া। ত্রিশাল থানা পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ সত্যতা নিশ্চিত করে জানান, জাকির হোসেনকে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন একটি বাসা থেকে আটক করা হয়, এছাড়াও আরো ৫জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
