
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত ‘পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল ২৫ জুন শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সাভারে কেন্দ্রীয় যুব লীগের উদ্যোগে সহস্রাধিক মটরসাইকেল নিয়ে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুন) বিকেলে এ শোভাযাত্রা উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবু আহমেদ নাসীম পাভেল।
মটরসাইকেল শোভাযাত্রাটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড থেকে শুরু করে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড , ঢাকা-টাংগাইল ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক প্রদক্ষিন করে আশুলিয়া-সিএন্ডবি সড়ক হয়ে আবার একই স্থানে এসে শেষ হয়। এসময় জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার নিয়ে আনন্দ-উল্লাস করেন শোভাযাত্রায় অংশ নেয়া নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু আহম্মেদ তৌফিক প্রবালসহ আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি-পোশার মানুষ।
আলহাজ্ব আবু আহমেদ নাসীম পাভেল বলেন, আগামীকাল ২৫ জুন বাংলাদেশের আপমর জনগোষ্ঠীর স্বপ্নের ‘পদ্মা সেতু’র শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসিকতার কারণেই ২১ জেলার প্রায় তিন কোটি মানুষের আজ ‘পদ্মা সেতু’ বাস্তবে পরিণত হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সব ষড়যন্ত্রকে হার মানিয়ে এই প্রকল্প আলোর মুখ দেখেছে। তাই এই সেতুর উদ্বোধন অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কারণেই আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নতুন দ্বার উন্মোচন হবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
