বঙ্গবন্ধুর সোনার বাংলার দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাঁরই কন্যার হাত ধরে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হলো আজ। ঐতিহাসিক এই শুভ দিনটিকে স্মরণীয় করে রাখতে আনন্দ উৎসবে মেতেছে সারাদেশ। আর এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ মিছিল।
শনিবার (২৫ জুন) বিকাল ৪ টায় কটিয়াদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে এই আনন্দ মিছিলটি বের হয়ে কটিয়াদী বাজার হয়ে উপজেলা প্রশাসনের সামনে দিয়ে পুনরায় আওয়ামী লীগ অফিসে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ভিপি ছিদ্দিকুর রহমান ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহম্মেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক সোহরাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সদস্য রফিকুল ইসলাম মাস্টার, সাবেক সভাপতি উপজেলা ছাত্রলীগ নজরুল ইসলাম ফকির,সাবেক ভিপি দুলাল বর্মন, কটিয়াদী উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শারফুল কাদের ভিপি মনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার আহম্মেদ পাভেল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিনহাজুল হক জাহাঙ্গীর, কটিয়াদী উপজেলা কৃষকলীগের সংগ্রামী যুগ্ম আহবায়ক জাকির হোসেন জুয়েল, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ খালেক সরকার রাজু, মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তরিকুল ইসলাম টিটো, করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লায়ন হাজী মোঃ সারওয়ার হোসেন, চান্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সৈয়দ মুরাদ, মসূয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিয়ামত উল্লাহ খান, আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুতন, মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেলিম, সাবেক এজিএস রুহুল আমিন রেনুসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন ও উপজেলার নেতৃবৃন্দ।
আনন্দ মিছিলে বক্তারা বলেন, দেশের মানুষের স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন এ দেশের মানুষের এক অভাবনীয় পাওয়া। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনের ধারাবাহিকতায় শেখ হাসিনার হাত ধরেই সোনার বাংলা গঠনের পথে দেশ এগিয়ে যাচ্ছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com