স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঐতিহাসিক সক্ষমতা অর্জনের গৌরবময় দিনে পটুয়াখালী জেলা শহরে সহ¯্রাধিক মানুষের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেছেন। এ উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টায় শহীদ আলাউদ্দিন শিশু পার্ক থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়।
এই শোভাযাত্রা শহরের এসডিও রোড, জুবিলী স্কুল রোড, টিবি ক্লিনক রোড, বঙ্গবন্ধু ম্যুরাল সংলগ্ন সড়ক ও সার্কিট হাউজ রোড অতিক্রম করে শেখ রাসেল শিশুপার্ক সংলগ্ন স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
এতে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ নেতৃত্ব দেন। শোভাযাত্রা শেষে স্বাধীনতা চত্বরে বড় পর্দায় জমকালো আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন হাজার হাজার মানুষ। পরে সার্কিট হাউজ পুকুরে স্বপ্নের পদ্মা সেতুর আদলে নির্মিত দৃষ্টিনন্দন রেপ্লিকা সেতু বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।
এ আনন্দ শোভাযাত্রা ও পদ্মা সেতুর রেপ্লিকা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে ১০ সহা¯্রাধিক লোকের সমাগম ঘটে। বিকেল সাড়ে ৪ টায় স্বাধীনতা চত্বরে আলোচনা সভা ও সন্ধ্যা ৭টায় একই স্থানে রাখাইন ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া ২৬ জুন স্বাধীনতা চত্বরে পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদর আয়োজনে সন্ধ্যা ৭টায় জনপ্রিয় গায়িকা ঐশ্বীর উপস্থিতিতে ওপেন কনসার্ট অনুষ্ঠিত হবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com