
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মোঃ আসাদুজ্জামান আসলামকে সভাপতি এবং সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আসাদুজ্জামান আসলাম, সহ – সভাপতি মোঃ ইব্রাহিম কবির মিঠু, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান হিমেল ও সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেব সামসুল আরেফিন।
৫ সদস্য বিশিষ্ট কমিটির মেয়াদকাল ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
