ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি কাউছার আহমেদ কে অনৈতিকভাবে বহিস্কার করার প্রতিবাদে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের দুইবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম এমপির বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও কুশপুত্তলীকা দাহ করা সহ তাকে ময়মনসিংহ জেলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ময়মনসিংহের জাতীয় তরুণ পাটি ও জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১১অক্টোবর) বিকাল ৪ টায় ঝাড় মিছিলটি ময়মনসিংহ নগরীর চড়পাড়া মোড় হইতে শুরু হয়ে চামড়া গুদাম, ধোপাখোলা এলাকা প্রদক্ষিণ করে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।পরে সেখানে মানববন্ধনে নেতৃবৃন্দরা বলেন- ফখরুল ইমাম দেশ, সরকার ও জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বিএনপির একজন দালাল। এই দালালকে আমাদের ময়মনসিংহের গর্ব জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি জাতীয় পার্টিতে জায়গা দিয়ে তাকে ঈশ্বরগঞ্জ থেকে দুইবার এমপি বানিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করারা সুযোগ করে দিয়েছিলেন। অথচ এই দালাল কিছু ষড়যন্ত্রকারীদের সাথে মিশে ময়মনসিংহের সেই মহীয়সী নারী,ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির বিরুদ্ধেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।নেতৃবৃন্দ বেগম রওশন এরশাদ এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান এবং জেলা থেকে ফখরুল ইমামকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা দাহ করেন। এসময় জাতীয় তরুণ পার্টির সদ্য বহিস্কৃত নেতা কাউসার আহমেদ সহ জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com