আগামী ১৫ অক্টোবর শনিবার ময়মনসিংহ বিভাগীয় বিএনপি’র গণসমাবেশ স্হান এখনো নির্ধারন হয়নি।
গত ৬ অক্টোবর জেলা প্রশাসকের নিকট সমাবেশের স্হান সার্টিক হাউজ মাঠের একাংশ চেয়ে অনুমতির জন্য আবেদন করা হলেও এখনো কোন অনুমতি মেলেনি সমাবেশ কোথায় হবে।
শুক্রবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি’র স্হায়ী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান সাংবাদিকগনের সাথে মতবিনিময় করেন।
তিনি বলেন ইতিমধ্যে সিলেট, চট্রগ্রাম সমাবেশ হয়েছে, আগামী ২২ অক্টোবর খুলনা সমাবেশ হবে তারও অনুমতি পেয়েছে । ময়মনসিংহ কেন সমাবেশের স্হান নির্ধারন নিয়ে প্রশাসন গড়িমসি করছে। অথচ প্রশাসন তাদের সব ধরনের সুযোগ দিবে বলে কথা দিয়েছে।
তারা অভিযোগ করে বলেন সমাবেশে যোগদিতে আসা নেতাকর্মীগন যেন আসতে না পারেন সেই জন্য পরিবহন বন্ধ রাখার মতো সিন্ধান্ত নিয়েছে বলে তারা জানান।
বহুপূর্বে ময়মনসিংহ এই সমাবেশ এর ঘোষনা দেওয়া হয়েছে এবং আরেকটি সংবাদ সন্মেলন করা হয়েছে আপনাদেরকে নিয়ে।
আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চাই । প্রশাসন এ বিষয়ে সহযোগীতা না করে উল্টা আওয়ামীলীগকে আজ ও আগামীকাল তাদের প্রোগ্রামের অনুমতি দিয়েছে ।
নজরুল ইসলাম খান বলেন এই সমাবেশে চট্রগ্রামের চেয়েও বেশী লোকসমাগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মতবিনিময়ের সময় ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সাবেক হুইপ বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মশিউর রহমান, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরিফুল আলম, ওরায়েস আলী মামুন, জাকীর হোসেন বাবলু, আবু ওয়াহাব আকন্দ, শেখ আমজাদ আলী, মোতাহার হোসেন তালুকদার,এডভোকেট এম এ হান্নান, শামীম আজাদ, রোকনুজ্জামান রোকন সহ বিভিন্ন পর্যায়ের নেতাগন উপস্হিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com