ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশ ও আনন্দ র‍্যালি 

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
জানুয়ারি ১১, ২০২৩ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

মঙ্গলবার বিকালে ময়মনসিংহ নগরের রেলওয়ে স্টেশন চত্বরে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মসিক মেয়র মো. ইকরামুল হক টিটুর সভাপতিত্বে ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সঞ্চালনায় সমাবেশ ও আনন্দ র‍্যালি  অনুষ্টিত হয়।
সমাবেশে মহানগর ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, মহিলা যু্বলীগ, মহিলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মহানগরের ৩৩ টি ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক মিছিল সহকারে সমাবেশস্থলে উপস্থিত হন।
ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশে প্রত্যাবর্তনের অনুপ্রেরণা থেকেই আমরা এখনও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস পাই। তারই সুযোগ‍্য কণ‍্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। দেশের উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের শক্ত হাতে প্রতিহত করার জন্য আমরা আওয়ামীলীগ সবসময় প্রস্তুত আছি। স্বাধীনতা বিরোধীদের অপশক্তি আর বঙ্গবন্ধুর স্বাধীন দেশের মাটিতে মাথাচাড়া দিয়ে ওঠতে পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে পুনরায় বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বলেন সমাবেশে।
এ সময় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর বলেন,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশে প্রত্যাবর্তন ছিল  আমাদের বাঙালি জাতির জন্য গর্বে বিষয়। আমরা সময় জননেত্রী শেখ হাসিনা জন্য রাজনীতি করতে হবে । সবসময় সর্তক থাকলে হবে বিএনপি জামাত শিবিরের যেন কোন ক্ষতি করতে না পারে জাতির হাতে গড়া এই সোনার বাংলাকে। সবাই একসাথে দলে সার্থে কাজ করতে হবে আগামী জাতীয় নির্বাচনে।
সমাবেশ শেষে আনন্দ শোভাযাত্রা নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় কর্মীগণ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।
ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে অংশ হিসেবে সকালে  শিববাড়ি দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মো.  ইকরামুল হক টিটুসহ সাবেক মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দসহ প্রমুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com