ঢাকাশনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

আগামী নির্বাচনে পাবনা-৫ আসনে লড়তে আগ্রহী রাষ্ট্রপতির ছেলে

জাগো বুলেটিন
আগস্ট ৩০, ২০২৩ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান রনি পাবনা-৫ আসন থেকে আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে পাবনা শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রনি এ কথা বলেন।

রনি বলেন, আমি জেলার জনগণকে জানাতে চাই যে- আমি প্রধানমন্ত্রীর কাছে পাবনা-৫ (সদর) আসনে মনোনয়ন চাইব এবং তিনি রাজি হলে জনগণের জন্য কাজ করতে পারব।

তিনি বলেন, আমার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পাবনার মানুষের জন্য কাজ করছেন।

রনি বলেন, আমার বাবা আমাকে পাবনায় গিয়ে জেলার মানুষের জন্য কাজ করতে বলেছেন।

বাবা আমাকে বললেন, দয়া করে পাবনায় গিয়ে দেখ জনগণ তোমাকে মেনে নেয় কি না।

নিজের রাজনৈতিক প্রেক্ষাপটের কথা উল্লেখ করে রাষ্ট্রপতির ছেলে বলেন, আমি ছাত্র থাকা অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করি। তারপর যুবলীগে যোগদান করি।

তিনি বলেন, কখনো কখনো ব্যবসার কারণে দূরে থাকতাম। বর্তমানে আমি আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য। যেহেতু আমি আওয়ামী পরিবারের একজন সদস্য এবং আমি পাবনার সন্তান তাই আমি বিশ্বাস করি আমার দাবির জায়গা আছে।

রনি আরও বলেন, নৌকাকে বিজয়ী করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

তবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেলে দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করবেন বলেও জানান তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com