আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ-১৫৩ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার ।
রবিবার (১৯ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার নিজ হাতে মনোনয়নপত্র জমা দেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার ১৯৯৬ ও ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর আওয়ামী লীগে ও জাতীয় পার্টি জোটে নির্বাচন করায় আওয়ামী লীগকে এই আসনটি জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমামকে ছেড়ে দিতে হয়। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার পুনরায় ময়মনসিংহ-৮ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী।
মনোনয়ন জমা দেয়ার পর আওয়ামী লীগ প্রার্থী আব্দুস ছাত্তার বলেন, ‘আমি মানুষের কাছে যাব, মানুষ যদি আমাকে গ্রহণ করে, নির্বাচিত হবো।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com