ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার প্রথম পৌর প্রশাসক, উপজেলার আওয়ামীলীগের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব নুরুল ইসলাম ওরফে নুরু (৬৭) গত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ৪ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটায় ফুলবাড়ীয়া কলেজ মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানামা নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি আলহাজ্ব মাওলানা নূরে আলম সিদ্দিকী। উক্ত জানাযা নামাজে দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষের ঢল নামে।
জানাজা নামাজের আগে উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ স্মৃতিচারণ করে কথা বলেন। সরকারী প্রতিশ্রুতি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এমপি সহ বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ এবং সুধীমহল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com