দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন। শনিবার দুপুরে ফরিদপুর র্যাফেলস ইন’এ অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা থেকে আগামী ১২ই মে সম্মেলনের তারিখ চুড়ান্ত করা হয়। ফরিদপুর জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি মো. শামীম হক সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন।
ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল সাহার সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য লে: কর্ণেল (অব:) মুহাম্মদ ফারুক খান এমপি।
সভায় প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালে। সেই সময়ে ক্ষমতাসীন দলটির সাবেক এক মন্ত্রীর কারনে হাইব্রিড কয়েক নেতা দলের গুরুত্বপূর্ন পদে আসীন হন। যদিও সেইসব নেতাদের বিতর্কিত কর্মকান্ডের কারনে দলীয় প্রধান শেখ হাসিনার দ্রুত হস্তক্ষেপ ও ২০২০ সালের ৭ জুন আওয়ামী লীগে দুর্নীতি বিরোধী অভিযানে ধরা পড়েন বিতর্কিত নেতারা।