ঢাকারবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে

সাভার প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২২ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। রোববার (১৭ এপ্রিল) দুপুরে সাভার পৌরসভার ব্যাংক টাউন এলাকায় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্পের অনাবাসিক স্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপি জামায়াতের নেতাকর্মীদের দেশের মানুষের কথা চিন্তা না করে বিদেশীদের কাছে সরকারের বিরুদ্ধে নালিশ করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে কিন্ত সেই স্বপ্ন তাদের কোন দিন পূরণ হবে না বলেও বলেন তিনি।

এই প্রশিক্ষণ ক্যাম্পে ৩ বছরে ৪০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদের ড্রাইভিং লাইসেন্স দেবে বিআরটিএ। এজন্য যুব উন্নয়ন অধিদপ্তর ও বিআরটিএর মধ্যে এমওইউ এর স্বাক্ষর হবে খুব শীঘ্রই।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোঃ-আজহারুল ইসলাম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক ড. গোলাম মোঃ ফারুক, সহকারী প্রকল্প পরিচালক সাইফুল আহমেদ, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ রুহুল আমিন খানসহ আরো অনেকে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com