ঢাকারবিবার , ২৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

কোম্পানীগঞ্জে ইফতার মাহফিলে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ

রমজান আলী রানা
এপ্রিল ২১, ২০২২ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির দু’ পক্ষের ব্যপক সংঘর্ষ, ককটেল বিষ্ফোরণ, ভাংচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ডাকবাংলোর সামনে নির্মাধীন একটি ভবনের তৃতীয় তলায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজন চলাকালীন সময়ে সদ্য বিএনপিতে যোগ দেয়া সাবেক জামায়াত নেতা ও মেট্রো হোমসের চেয়ারম্যান ফখরুল ইসলাম মঞ্চে উঠার সময় তার অনুসারীরা তার পক্ষে শ্লোগান দেওয়া শুরু করলে তার প্রতিপক্ষ হাসনা জসিম উদ্দিন মওদুদের অনুসারীরা হট্টগোল শুরু করে। এক পর্যায়ে হাসনা মওদুদের অনুসারীরা নীচ তলায় ককটেল বিষ্ফোরণ, অটোরিকশা চালিত সিএনজি, মোটরসাইকেল, ইফতার মাহফিলের গেইট, চেয়ার টেবিল এবং দোকানপাট ভাংচুর করে। এই সময় ফখরুলের অনুসারীরা তাদেরকে ধাওয়া করে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এই সংঘর্ষের ঘটনায় উপজেলার নেতারা একে অপরকে দায়ী করেন। পরে জেলা নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক আবদুর রহমান।

কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদারের সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন ও বসুরহাট পৌর বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন সঞ্চালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে শামীম নেতা-কর্মীদের উদ্দ্যেশ্যে বলেন, এখন মারামারির সময় নয়, এখন ঐক্যের সময়। ঐক্যবদ্ধ হয়ে এ ফ্যাসিবাদি সরকারকে আন্দোলনের মাধ্যমে হঠাতে হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com