খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মানিকছড়িে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ইফতার অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ এপ্রিল (মঙ্গলবার) উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়বাদী দল( বিএনপি)’র ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক মোঃ এনামুল হক এনাম, অনুষ্ঠাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদল সভাপতি মোঃ মোশারফ হোসেন মেম্বার।
এসময় উপজেলা বিএনপির ইফতার অনুষ্ঠানে ভ্যায়চালে উপস্থিত প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি’র কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও মানিকছড়ি উপজেলা সমন্বয়ক। আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সমন্বয় সদস্য আবু তালেব। আবুল কাশেম ভুইয়া, মোহাম্মদ হোসেন বাবু, জেলা ছাত্রদল সভাপতি মোঃ শাহেদুল হোসেন সুমন, মোঃ আবুল হাশেম ভুইয়া সাংগঠনিক জেলা শ্রমিকদল। মানিকছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মীর হোসেন, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিশোর প্রমুখ।
নবগঠিত ৪টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।
এসময় ইফতার পূর্বে আলোচনায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।
ভ্যায়চাল বক্তব্য প্রধান অতিথি, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি’র কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
বলেন এই আওয়ামীলীগ ব্যর্থ সরকার সাধারণ জনগনের অধিকার কেড়ে নিয়েছে। মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে।
এখন থেকে সকল জেলা-উপজেলা নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আগামীতে আওয়ামীলীগ সরকার হঠাও আনন্দোলনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে। রাজ পথে আনন্দোলনে অংশ গ্রহনের আহবান জানান।
পরে নব-নির্বাচিত বিএনপির ৪টি ইউনিয়ন কমিটিকে জেলা বিএনপির নেতাকর্মীরা আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিরা ফুলদিয়ে বরণ করে নেন।
বিএনপি ইফতার মাহফিলে অন্তত দু হাজার লোক অংশগ্রহণ করেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com