কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে আলোচনা সভায় বিশাল শোডাউন করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে উপজেলার বি চাপিতলা গ্রামে জাহাঙ্গীর আলম সরকারের বাসভবনের সামনের মাঠে আয়োজিত আলোচনা সভায় এ শোডাউন করা হয়।
মুরাদনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে। সভায় দলের নির্যাতিত নিপিড়িত তৃণমূল নেতাকর্মীরা জাহাঙ্গীর আলম সরকারকে তাদের পাশে থাকার জন্য জোরালো দাবি জানান। এসময় জাহাঙ্গীর আলম সরকারকে মুরাদনগরের সংগঠনের দায়িত্ব দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান নেতাকর্মীরা।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, বিশেষ অতিথির হিসেবে উপস্থিত এবং বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ডঃ আহসানুল আলম সরকার কিশোর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নিজামুল হক, বশিরুল আলম মিয়াজী,চান্দিনার সাবেক মেয়র মফিজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশীদ, আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আহমদ হোসেন আউয়াল, সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, জেলা কৃষকলীগের সভাপতি পার্থ সারথী দত্ত, জেলা শ্রমিক লীগের সভাপতি মজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল আমিন, ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, জাকির হোসেন, প্রমুখ। আলোচনা সভায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে আড়াই হাজার নেতাকর্মীকে ইফতার করানো হয়। সভা শেষে ইফতার পার্টিতে অংশ গ্রহণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিশেক দাশ, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com