দীর্ঘ এক যুগের অপেক্ষার পর গতকাল বুধবার (২৭ এপ্রিল) গাজীপুর জেলা ও গাজীপুর মহানগর ছাত্রলীগের নতুন কমিটি এক বছরের জন্য ঘোষণা করা হয়েছে।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোঃ মশিউর রহমান সরকার বাবু ও সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজলকে ঘোষণা করা হয়েছে।
গাজীপুর মহানগর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে রাজিব হায়দার সাদিম, মঈন মোল্লা, কাজী মোহাম্মদ সাকের,ইমরান সরকার বাবু,সাইমন সরকার, কাজী রাব্বি হাসান ও ইলিয়াস আহমেদ।
গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম সুলতান ও সাধারণ সম্পাদক নাছিড় মোড়ল কে ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন মাহামুদুল হাসান পারভেজ, ইমরান চৌধুরী, সরোয়ার জাহান মামুন ও এস,এম, জোবায়ের হিমেল।
২০১৫ সালের ৩১ মে দেলোয়ার হোসেনকে সভাপতি ও জাহিদুল আলম রবিনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেছিল। ২০১৬ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত একপত্রে ১৫১ গাজীপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন ঘোষণার পর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদের নাম ঘোষণা করে ওই বছরের ১১ অক্টোবর মাসুদ রানা এরশাদকে সভাপতি ও তৌহিদুল ইসলাম দীপকে সাধারণ সম্পাদক করে গাজীপুর মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। এর প্রায় ১ বছর পর ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির মেয়াদ দেওয়া হয় এক বছর।
এরপর ধারাবাহিকভাবে গাজীপুর মহানগরের অন্তর্গত থানা, কলেজ ও ইউনিট কমিটিগুলোও ঘোষণা করা হয়। ২০১৬ সালের ৩ নভেম্বর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদকে অব্যাহতি দিয়ে ইকবাল হোসেন পাঠানকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদ। তার সভাপতিত্বে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সম্মেলনের মাধ্যমে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের জন্য পদপ্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com