ফরিদপুরে আগামীকাল ১২ই মে বৃহস্পতিবার সকাল ১১টায় সরকারী রাজেন্দ্র কলেজের মাঠে শুরু হবে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলনের মাধ্যমে শেষ হবে নেতাদের পদ-পদবী চাওয়া-পাওয়ার অবসান গঠবে। প্রায় ৬ বছর পর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলীয় সূত্রে জানানো হয় প্রায় বিশ হাজার নেতা-কর্মীরা অংশগ্রহণ করবে। এ সম্মেলনে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয় হবে।
জেলা আঃলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পদবীর অপেক্ষায় আছে বর্তমান সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহা, বর্ষীয়মান আওয়ামী লীগ নেতা বাবু বিপুল ঘোষ, বর্তমান সহ-সভাপতি শামীম হক, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. শামসুল হক ভোলা মাস্টার, সাবেক ছাত্র নেতা ফারুক হোসেন। সাধারণ সম্পাদকের প্রত্যাশায় বর্তমান সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, সাবেক তুখোর ছাত্র নেতা লিয়াকত হোসেন, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, রাজপথের রাজকন্যা ফরিদপুর জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা আইভি মাসুদ।
তবে সকল প্রার্থীরাই গণমাধ্যমকে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা যাকেই সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দিবেন তার সাথে তারা হাত মিলিয়ে দলের জন্য কাজ করে যাবেন। তারা আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। উল্লেখ্য, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মাননীয় সভানেত্রী নিজেই নির্ধারণ করবেন। ঢাকা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে যারা আসবেন তারা শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম দুটি ঘোষণা করবেন। তাই কেউ বলতে পারছে না কে হবে ফরিদপুর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তবে কেন্দ্রীয় কমিটির একাধিক হেভিওয়েট নেতারা সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দলের স্থানীয় নেতারা।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন সামনে রেখে চলছিল গ্রুপিং লবিং। জেলা আওয়ামী লীগের নেতারা যে যেভাবে পারছে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য তদবীর চালিয়ে যাচ্ছে। এ সবকিছুর অবসান গঠবে বৃহস্পতিবার দুপুরের মধ্যেই।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com