কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা কৃষকলীগের উদ্যোগে কটিয়াদী পৌর ও ৯টি ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। “সুখী কৃষক সুখী দেশ কৃষকরত্ন শেখ হাসিনা’র বাংলাদেশ” প্রতিবাদ্যে শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু। এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন কটিয়াদী পৌর মেয়র মোঃ শওকত উসমান, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কায়সার আহম্মেদ লিঙ্কন, জেলা কৃষক লীগের সদস্য নারায়ন দত্ত প্রদীপ, আওয়ামী লীগ নেতা ও সাবেক ভিপি সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহম্মেদ, কটিয়াদী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম মস্তোফা, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক ভিপি দুলাল বর্মণ, উপজেলা কৃষক লীগের সদস্য নূরুল হক রুহানী, আবুল কালাম খোকন, শামীম আহম্মেদ, রফিকুল ইষলাম রফিক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন জুয়েল।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com