ঢাকারবিবার , ২৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ফরিদপুরে বিএনপির দুই গ্রুপের পৃথক সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি
মে ১৫, ২০২২ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে বিএনপির দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী ফরিদপুর জেলা বিএনপি’র দুই গ্রুপের পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এর পরিচালনায় সকাল ১১.৩০ মিনিটে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে দেশ ব্যাপী নৈরাজ্য, বিশৃংখ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অপর দিকে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেরস আলী ইছা ও সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপনের নেতৃত্বে একই সময় কোর্ট  চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন উপস্থিত ছিলেন। তবে ক্ষোভ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। তারা বলেন খায়রুল কবির খোকন সাহেব কে আমরাও আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আমাদের দুই গ্র“পের সমাবেশটি একই জায়গাই হোক, কিন্তু তিনি আমাদের কথা রাখেন নাই, তিনি অন্য বিভাগের এক সহ-সাংগঠনিক সম্পাদকের কথায় ভোর বেলায় এক বিশেষ মঞ্জিল বাড়িতে আগমন করেন এবং ঐখান থেকেই খায়রুল কবির খোকন কোর্ট চত্বর সমাবেশে উপস্থিত হন। এহেন আচরণে আমরা ক্ষোভ প্রকাশ করে এর ধিক্কার জানাচ্ছি। তারা আরও বলেন জনৈক এক নেতার কথায় আমাদের ফরিদপুরে বিএনপির রাজনীতির ধ্বংস করে দিচ্ছে।

সমাবেশে দুই গ্রুপের মধ্যে আলাদা আলাদা উপস্থিত ছিলেন, জাফর বিশ্বাস, কে এম জাফর, জাহাঙ্গীর হোসেন, খন্দকার টুলু, এমটি আক্তার টুটুল, আশরাফ হোসেন, হাসানুজ্জামান মৃধা, মিরাজ, একে কিবরিয়া স্বপন, সৈয়দ মোসাদ্দের আলী ইছা, ফাকের মিয়াসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com