বাংলাদেশ আওয়ামী মৎসজিবী লীগের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা মৎসজিবী লীগের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার ২২ মে সন্ধ্যা ৭.৩০ মিনিটে ময়মনসিংহ নগরীর সিটি কর্পোরেশনের শাহবুদ্দিন মিলনায়তনে মৎসজিবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা মৎসজিবী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ ও সঞ্চালনায় ছিলেন জেলা মৎসজিবী লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম।এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ও ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মুরশেদ ও জেলা ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগসহ জেলা মৎসজিবী লীগের অন্যান্য নেতাকর্মীরা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র ইকরামুল হক টিটু বলেন, সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে গেছেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ে তুলতে পারি এবং তাঁর চেতনায় উদ্বুদ্ধ একটি প্রজন্মকে গড়ে তুলতে পারি, সে লক্ষ্যে কাজ করে যেতে আমরা বদ্ধপরিকর।আমরা চাই বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী মৎসজিবী লীগ জনগণের স্বার্থে কাজ করবে এবং আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী মৎসজিবী লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com