ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের মিছিলে মহানগর ছাত্রলীগ ধাওয়া ও হামলা করেছে বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ছাত্রদলের ১২ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
সোমবার (২৩ মে) বিকেল ৩টার দিকে নগরীর আমলাপাড়া সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- অনিক মিয়া, সায়েব সরকার, মোক্তার হোসেন, নবী হোসেন, বাবু সরকার, মাহমুদুল হাসান বাবু, মাহমুদুল হাসান রবিন, এজিএম ফাহাদ, সাব্বির আহমেদ রনি, পিয়াস মাহমুদ, আবদুল্লাহ আল নোমান ও মুজাহিদুল ইসলাম।
দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. মাহাবুবুর রহমান রানা অভিযোগ করে বলেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালিয়েছেন।
এতে আমাদের ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। পরে তারা শহরের নতুন বাজার এলাকাতেও সশস্ত্র মহড়া দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেদ আহমেদ অনি।
তিনি বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা শহরে প্রতিবাদ মিছিল করেছি। এ সময় ছাত্রদলের কিছু নেতাকর্মী মিছিলের প্রস্তুতি নিলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। হামলার কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, শহরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com