জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নব গঠিত ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো: ইশতিয়াক আরিফের নেতৃত্বে সহ¯্রাধিক নেতাকর্মি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসানসহ নব গঠিত জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, কেউ যদি দুর্নীতি বা অনিয়ম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ছেড়ে দেন না। ফরিদপুর জেলা আওয়ামী লীগে টেন্ডারবাজ ও হাইব্রীড মুক্ত কমিটি গঠন করা হবে।