কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন মনিটরিংয়ের জন্য আগামীকাল শুক্রবার কুমিল্লা যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বাসসকে এই তথ্য জানিয়েছেন।
এ দলে রয়েছেন- দলের কৃষি বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
এছাড়া আগামী ৬ জুন কুমিল্লা সিটি নির্বাচন পরিবেশ দেখার জন্য দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের কুমিল্লায় যাওয়ার কথা রয়েছে।