জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শনিবার বিকাল চার টায় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় দলীয় নেতাকর্মীরা ময়মনসিংহে কৃষ্ণচূড়া চত্বরের সামনে জমায়েত হয়।
মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর নেতৃত্বে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি এসে টাউন মোড়ে শেষ করে। মিছিল পরবর্তী সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সঞ্চালনায় বক্তব্য রাখেন নেতাকর্মীরা।
এছাড়াও সমাবেশে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ, আওয়ামী দলীয় চেয়ারম্যান এবং মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন । এর আগে সকালে পৃথকভাবে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃসকলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে।
।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com