
গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় জমি সংক্রান্ত বিবাধে কয়েকজন মিলে সেকান্দর আলী নামে এক ব্যক্তিকে বেধরক মারধোর করছে, তাকে বাচাতে তার ছেলে এগিয়ে গেলে তাকেও মারধোর করা হয়।
জানা যায় পৈতৃক সূত্রে পাওয়া জমিতে রাতের আঁধারে প্রতিপক্ষের লোকজন জমি দখল করে গাছ লাগিয়ে সীমানা প্রাচীর নির্মাণ ও সাইনবোর্ড লাগিয়ে দখলে নেওয়ার অভিযোগ।
সকালে জমিতে গাছ পিলার ও সাইনবোর্ড দেখে তার মেয়ে সেকান্দর আলীকে খবর দেন। ঘুম থেকে উঠে জমিতে থাকা একটি চারা তুলতেই প্রতিপক্ষের লোকজন লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে তাঁকে।
ভিডিও তে দেখা যায়, বাবা কে বাচাতে ছেলে জাফর এগিয়ে গেলে তাকেও মারধোর করে অভিযুক্তরা।
শনিবার সকালে এই ঘটনা ঘটেছে উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামে।
আহতরা হলেন, উপজেলার শৈলাট গ্রামের মো. সেকান্দর আলী (৬০), মো. জাফর ইকবাল (৩০), রাজিয়া আক্তার (৫৫) ও মর্জিনা আক্তার (৩০)।
আর অভিযুক্তরা একই এলাকার মো. আতিকুল ইসলাম (২৫), মো. সাদ্দাম হোসেন (৩০) ও মো. রানা (২৬)।
ভুক্তভোগী সেকান্দর আলীর মেয়ে গণমাধ্যম কে জানান, সকালে আমাদের জমিতে গাছ, পিলার লাগানো দেখে আমরা পিলার সরাতে যায় তখন ই তারা আমার বাবা কে মারতে শুরু করলে আমার ভাই ফিরাতে গেলে তাকেও মারতে শুরু করে। স্থানীয়দের সহায়তাই বাবা কে উদ্ধার করে এক পর্যায়ে হাসপাতালে নিয়ে যায়।
গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হক মাদবর গণমাধ্যম কে বলেন, এ ধরনের ঘটনা আমার ইউনিয়নে হওয়াতে আমি আশ্চর্য হয়েছি। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারকে সকল ধরনের সহযোগিতা করা হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, পুলিশ পাঠানো হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য।
দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
