নীলফামারীর ডিমলায় উপজেলা সভাকক্ষে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১২জুন) বিকেলে উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের সহকারী পরিচালক মোঃ সালাহ উদ্দিন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় তথ্য কমিশনের সহকারী পরিচালক ও ইউএনও তথ্য অধিকারের বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং এই আইনের সুফল জনগণের দোর গোড়ায় পৌছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com