সাভার উপজেলায় চলছে ভোটার হালনাগাদ চূড়ান্ত কার্যক্রম যা চলবে আগামী ৩১ আগষ্ট ২০২২ পর্যন্ত। পৌরসভার ১নং ওয়ার্ডের মজনু একাডেমী স্কুলে ভোটারদের ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিশ গ্রহণ করে ভোটার নিবন্ধন করা হচ্ছে।
পর্যায়ক্রমে এ কার্যক্রম চলবে সাভার পৌরসভাসহ উপজেলার শিমুলিয়া, ধানসোনা, আশুলিয়া, ইয়ারপুর, পাথালিয়া, সাভার সদর, বিরুলিয়া, বনগাও, তেঁতুলঝোড়া, ভাকুর্তা, আমিনবাজার ও কাউন্দিয়া ইউপি এলাকায়।
নির্বাচন কমিশন নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ইউটিলিটি (পানি, বিদ্যুৎ, গ্যাস) বিলের কপি সংগ্রহ করছেন।
তথ্য সংগ্রহের পর নিবন্ধন কেন্দ্রে ভোটারদের নিবন্ধন করা হচ্ছে ধাপে ধাপে। উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ ও পৌর এলাকায় ওয়ার্ড পর্যায়ে নিবন্ধন কেন্দ্র স্থাপন করে ভোটারদের ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিশ গ্রহণ করে ভোটার নিবন্ধন করা হচ্ছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com