ঢাকারবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

নগরকান্দায় অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন, বিলুপ্ত হচ্ছে ফসলি জমি

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
জুন ১৪, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের ফুলসুতি-কাজি কড়িয়াল ফসলি মাঠের ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করায় বিলুপ্ত হচ্ছে ফসলি জমি।

প্রায় একবছর ধরে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে ফুলসুতি গ্রামের মামুন মিয়া।

দীর্ঘ দিন ধরে বালু উত্তোলন করে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে টাকা। ড্রেজার মেশিন মালিক ও বালু ব্যবসায়ী মামুন মিয়া অর্থ পেলেও বিলুপ্ত হচ্ছে আশপাশের ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমির মালিকরা।

ক্ষতিগ্রস্ত জমির মালিকরা বালু উত্তোলনে নিষেধ করলেও বালু খেকো প্রভাবশালী মামুন মিয়া তা কোন কর্ণপাত করছে না।
প্রায় বছর জুড়ে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। ভরছে ব্যক্তির মালিকানা জায়গা। ৬ থেকে ৮ ইঞ্চি পাইপ দিয়ে শক্তিশালী বড় মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে।

সাংবাদিক যাওয়ার খবর শুনে সবাই স্থান ত্যাগ করেন। ঘটনা স্থলে গিয়ে বালু খেকোদের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।

তবে আশপাশের ফসলি জমির মালিক সহ এলাকাবাসী ফসলি জমি রক্ষার্থে নগরকান্দা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এন এম আবদুল্লাহ আল মামুন বলেন, অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা সম্পন্ন আইনে নিষেধ, এছাড়া যত ক্ষমতাশালী যে কেউ হউকনা কেন তাকে আইনের আওতায় আনা হবে। অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com