![](https://jagobulletin.com/wp-content/uploads/2024/11/fiti-header-ad-2025.jpg)
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত উপজেলা ইটনায় ঝড়ের কবলে পড়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকা ডুবির একদিন পর মঙ্গলবার (১৪ জুন) সকালে হাওরের এহানের বিল থেকে এই তিনজনের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।
ওই তিনজন হলেন করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের হালগড়া গ্রামের সিরাজ উদ্দিন (৬০) ও তার ছেলে ওয়াসিম (৩৫) এবং তাড়াইল উপজেলার দামিহা এলাকার মাসুদ মিয়া (২৪)।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা কামরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো থানায় আনা হয়েছে বলেও জানান তিনি।
এরআগে সোমবার দুপুরে তাড়াইল উপজেলার দামিয়া ইউনিয়ন থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা গাছের ডাল-পালা নিয়ে রওনা দেয়। পথে ঝড়ের কবলে পড়লে নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। এতে দুইজন সাঁতার কেটে উঠে এলেও তিনজন নিখোঁজ হয়ে যান। ইটনার বড়িবাড়ি ইউনিয়নের এন সহিলা গ্রামের সামনে হাওরে পৌঁছালে ঝড়ো বাতাস শুরু হয়। এতে ডুবে যায় নৌকাটি। এসময় নৌকাটিতে পাঁচ জন ছিল। ঘটনার পর পর দুজন সাঁতরে একটা মাছ ধরার নৌকায় আশ্রয় নেয়। অপর তিনজন সিরাজ ও তার ছেলে ওয়াসিম এবং মাসুদ নিখোঁজ হয়। ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। সোমবার রাত ৮টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার সকালে আবার পুনরায় উদ্ধার অভিযান পরিচালনা করে তাদের মরদেহ গুলো উদ্ধার করা হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
![](https://jagobulletin.com/wp-content/uploads/2024/11/fiti-header-ad-2025.jpg)