
জেলার রাজাপুর ভাড়াটে লোকজন দিয়ে জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নারী আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি মুন্সিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, জমিজমা নিয়ে পুটিয়াখালি এলাকার মোঃ ফারুক হোসেন সিকদার ও মো: ইউনুস মুন্সির আদালতে মামলা চলছে। বুধবার সকালে মো: ইউনুস মুন্সির পরিবারের দখলে থাকা জমি মোঃ ফারুক হোসেন সিকদার তার পরিবারের এবং ভারাটে লোকজন নিয়ে দখলের চেষ্টা করে। এ সময় উভয়পক্ষের মহিলাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে দুই পক্ষের অন্তত ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
