লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে সাভার পৌরসভা অভিযান চালিয়েছে। পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. মোতালেব হোসেনের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে শহরের গেন্ডা, উলাইল, কাতলাপুর ও সাভার প্রেসক্লাব এলাকাসহ কয়েকটি স্থানে এই অভিযান চালানো হয়।
এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ৪৬টি অটোরিকশা আটক করে তাদের ব্যাটারি জব্দ করা হয়। এছাড়া যাদের লাইসেন্স নেই তাদের দ্রুত লাইসেন্স এবং যাদের নবায়ন নেই তাদের নবায়ন করে নেয়ার নির্দেশনা দেয়া হয়।
এ নিয়ে আজিজুর রহমান নামের এক অটোরিকশা চালক ব্যাপক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার প্লেট চুরি হয়ে গেছে। তবে বৈধ কাগজপত্র থাকা সত্বেহ আমার ব্যাটারি খুলে নিয়ে গেল পৌর কৃর্তপক্ষ।
এ ব্যাপারে সাভার পৌর নির্বাহী কর্মকর্তা সিকদার মো: আব্দুর রব বলেন, শুধু পৌরসভায়ই নয়, পাশের প্রত্যেকটা ইউনিয়ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। তবে লাইসেন্স নিয়েছেন কিন্তু নবায়ন করেননি তাদের থেকে লাইসেন্স বিহীন অটোরিকশার সংখ্যা তার প্রায় দ্বিগুণ। রাজস্ব আদায়ের স্বার্থে, শৃঙ্খলা ও অযান্ত্রিক যানবাহন অটোরিকশা নিয়ন্ত্রণে আমরা এ অভিযান পরিচালনা করছি। এছাড়া সাভার পৌরসভার এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে সাভার পৌরসভার লাইসেন্স বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ এ কাজের ১০/১২ সদস্যের একটি শ্রমিক দল উপস্থিত ছিলেন।