ঢাকাবৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ডিমলায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
জুন ১৬, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর ডিমলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপনে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।

সেই সাথে ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ’ প্রতিযোগিতায় উপজেলার সেরা মেধাবী শিক্ষার্থীদের জন্য পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিদের মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক সুশীল চন্দ্র রায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বিজয়ী প্রতিযোগিরা।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে গত ১৯ থেকে ২২ এপ্রিল ৪ টি গ্রুপে ১৬ টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান” ক্যাটাগরিতে কলেজ পর্যায়ে প্রথম স্থান লাভ করেছেন তিস্তা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সৈয়দ আলী। স্কুল পর্যায়ে প্রথম হয়েছেন সোনাখুলি হাজী জহরতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মুয়ীদ, মাদরাসা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন অত্যন্ত নিষ্ঠাবান ও পরিশ্রমী পরিচ্ছন্ন মানুষ হিসেবে খ্যাত উত্তর ছাতনাই কে ডি মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মোঃ মামুনুর রশীদ ও কারিগরি পর্যায়ে প্রথম স্থান লাভ করেছেন ডিমলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এর অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের। “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” ক্যাটাগরিতে কলেজ পর্যায়ে প্রথম স্থানে রয়েছে ডিমলা সরকারি মহিলা মহাবিদ্যালয়, স্কুল পর্যায়ে প্রথম স্থান লাভ করেছে ডিমলা উচ্চ বিদ্যালয়, মাদরাসা পর্যায়ে প্রথম স্থান লাভ করেছে ছোটখাতা ফাজিল মাদরাসা ও কারিগরি পর্যায়ে রয়েছে ডিমলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট।

এছাড়াও শ্রেষ্ঠ স্কাউট হিসেবে পুরস্কার লাভ করেছেন ডিমলা পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রত্যুষ কুমার দত্ত । শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে পুরস্কারে ভূষিত হয়েছেন শালহাটি দাখিল মাদরাসা শিক্ষক প্রসান্ত কুমার দত্ত। এসব ক্যাটাগরি বাদেও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ” প্রতিযোগিতায় ১২ জন সেরা মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার স্বরূপ প্রত্যেকে নগদ ২ হাজার টাকা করে প্রদান করা হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com