আমতলী উপজেলার ২নং কুকুয়া ইউনিয়নের পূর্ব কেওয়াবুনিয়া আকবারিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের ২০২২ ইং বিদায় অনুষ্ঠান আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় মাদ্রাসা হল রুমে বিদায় অনুষ্ঠান ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে কোরআন তেলওয়াত এর মাধ্যমে শুরু করেন মাওলানা মোঃ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক অত্র মাদ্রাসা, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সহ সুপার মাঃ মোঃ তাসলিম উদ্দিন বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসেম মাস্টার আরো বক্তব্য রাখেন- ম্যানেজিং কমিটির সদস্য ও দাতা মোঃ জব্বার প্যাদা ও বিষেশ অথিতি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল চান্দু মুন্সি সহ উক্ত মাদ্রাসা শিক্ষক মোঃ ইসমাইল হোসেন বাদল, মোঃ জাহিদুল ইসলাম ইব্রাহিম, মোঃ বাবুল,মোঃ রফিকুল ইসলাম ফিরোজ,প্রমুখ।
বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য দেয় মোঃ আল ইমরান ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ৮ম ৯ম ১০ম শ্রেনীর ছাত্র/ ছাত্রী।
বক্তব্য শেষে বিদায়ী ছাত্র/ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসেম মাস্টার বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল দেশের স্কুল কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com