সাভারের আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় র্যাব সদস্য পরিচয়ে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির সময় রবিউল ইসলাম (৩৫) নামের এক প্রতারককে আটক করেছে ট্রাফিক পুলিশ। রোববার (১৯ জুন) দুপুরে আশুলিয়া থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক রবিউল ইসলাম আশুলিয়ার গুমাইল বাংলাবাজার এলাকার জহিরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার সিঙ্গারুল গ্রামে।
আশুলিয়া থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, ‘র্যাব পরিচয়ে ওই যুবক আজ (রোববার) বাইপাইল এলাকায় বিভিন্ন পরিবহন থেকে ৫০-১০০ টাকা চাঁদা উত্তোলন করছিলেন। এ সময় ট্রাফিক পুলিশ তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। সে র্যাবের একটি পোলো টি-শার্ট পরিহিত ছিলেন।’
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই ব্যক্তি প্রায় ২-৩ মাস ধরে বাইপাইল এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com