ঢাকাশুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

নীলফামারীতে মাদকের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

নীলফামারী প্রতিনিধি
জুন ২১, ২০২২ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে জেলা প্রশাসন নীলফামারীর আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নীলফামারীর সহযোগিতায় নীলফামারী সরকারী কলেজ হলরুমে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে (Comprehensive Action Plan) এক কর্মশালা অনুষ্ঠিত হয় উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্নসচিব মো: আলী রেজা সিদ্দিকী৤ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম, নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: দিদারুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর বিভাগের অতিরিক্ত পরিচালক মো: আলী আসলাম হোসেন, নীলফামারী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নীলফামারীর সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের অফিস প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন৤ কর্মশালায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন৤

প্রধান অতিথি তার বক্তব্যে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে পারিবারিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি উপস্থিত সকলকে নিজের ঘর থেকে মাদকের বিরুদ্ধে আন্দোলন শুরু করার আহ্বান জানান।
সভাপতির সমাপনী বক্তব্যে নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন পরিসংখ্যান উল্লেখ করে মাদকে সারাদেশে যে বিশাল অর্থ অপচয় হয় তা থেকে পরিত্রাণে সকল মহলের সমন্বিত উদ্যোগের কথা তুলে ধরেন।
কর্মশালায় মাদকের ভয়াবহতা রুখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সে সঙ্গে জেলা ভিত্তিক সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন, জেলা ভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন, উন্মুক্ত আলোচনার মাধ্যমে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়। এতে গ্রুপভিত্তিক মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়।
জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্থানীয় পর্যায়ে মাদক নির্মূলে বিভিন্ন সুপারিশমালা প্রস্তাব করেন৤

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com