ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

“পদ্মাসেতু উদ্বোধনী অনুষ্ঠানে জনগনের জন্য সকল প্রকার নিরাপত্তার ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে”

মাদারীপুর সংবাদদাতা
জুন ২২, ২০২২ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

দেশের আঠারো কোটি মানুষ পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে, উদ্বোধনী অনুষ্ঠানে যারা আসতে চান তারা আস্থা রেখে আসতে পারেন। নিরাপত্তার জন্য যত প্রকার দরকার সকল প্রকার নিরাপত্তার ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বুধবার দুপুরে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে তিনি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। র‌্যাব মহাপরিচালক আরো বলেন, নাশকতাসহ যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য র‌্যাবের প্রতিটি টিমের পেট্টোল জোরদার করা হয়েছে। নিরাপত্তা তল্লাসী চলমান থাকবে। পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে কোন ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য প্রচার প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সারাদেশের সাইবার টিম তৎপর রয়েছে। কেউ কোন ধরনের অপরাধ করলে সাথে সাথে ব্যবস্থা নিবে র‌্যাব। শুধু পদ্মা সেতু নয়, সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশবাসী স্বাচ্ছন্দে পদ্মা সেতুর অনুষ্ঠানে আশার আহবানও জানান তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com