ঢাকামঙ্গলবার , ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আমাদের পরিবার
  5. কর্পোরেট বুলেটিন
  6. কৃষি সংবাদ
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. ধর্ম ও জীবন
  14. নাগরিক সংবাদ
  15. পদ্মাসেতু
আজকের সর্বশেষ সব খবর

নগরকান্দায় প্রাইভেট পড়তে গিয়ে প্রেমিকের হাত ধরে উধাও

জাগো বুলেটিন
জুন ২২, ২০২২ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের জয়প্রকাশের মেয়ে ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী প্রিয়াঙ্কা (১৪) বাড়ি থেকে প্রাইভেট পড়ার নাম করে পার্শ্ববর্তী দফা গ্রামের গৌরাঙ্গ মন্ডল এর ছেলে গুরুচাঁন মন্ডল (২২) এর সাথে পালিয়ে গেছে বলে মেয়ের পরিবার থেকে জানা যায়।

মঙ্গলবার (২১ জুন) সকালে প্রিয়াঙ্কা প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখোজি করার পর জানতে পারে গুরুচাঁন মন্ডলের সাথে চলে গেছে। গৌরাঙ্গ মন্ডল এর বাড়ি দফা গ্রামে গেলে প্রিয়াঙ্কাকে গরুচাঁন মন্ডল নিয়ে গেছে বলে গৌরাঙ্গ মন্ডল এর স্ত্রী স্বীকার করেন এবং প্রতিবেশী এক মাতুব্বর এর কাছে মেয়ে পক্ষ এসে অভিযোগ করে গেছে বলেন।

গুরুচাঁন মন্ডল খুলনায় একটি কামারের দোকানে কাজ করেন। গুরুচাঁন এর মা বলেন প্রিয়াঙ্কাদের বাড়ির পাশে আমাদের আত্মীয় বাড়ি, সেখানে যাওয়া আসার সময় পরিচয় হয় আমার ছেলের সাথে। এছাড়া প্রায় ৬ মাস ধরে মোবাইলে কথা হয় গড়ে উঠেছে প্রেমের সম্পর্ক। মঙ্গলবার সকাল ৮ টার সময় গুরুচাঁন বাড়ি থেকে বের হয়ে গেছে সে ও বাড়িতে ফিরে আসেনি।

এ বিষয় থানায় এখনও অভিযোগ করেনি ভুক্তভোগী পরিবার।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com