জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে মাগুরায় আজ বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম সংলগ্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ। পরে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়াম লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুমার কুন্ডু। বক্তব্য রাখেন পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগ নেতা মুন্সী রেজাউল হক, এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, বাসুদেব কুন্ডু, শাখারুল ইসলাম শাকিল, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ সালাউদ্দিন, জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খান,সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com