ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ীতে জোড়া হত্যাকান্ডের ঘটনায় প্রকৃত অপরাধিদের সনাক্ত করে বিচার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলার সাতৈর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকশত মানুষ অংশ নেন।
মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ, সাবেক চেয়ারম্যান সম্পাদক মো. ফারুক হোসেন, ঘোষপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজাসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, হত্যাকান্ডকে পুজি করে একটি পক্ষ নীরিহ মানুষদের হয়রানী করছে। কেউ তাদের অনুগত না হলে তাদের বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালাচ্ছে। মানববন্ধনকারীরা প্রকৃত হত্যাকারী ও সাধারণ মানুষদের বাড়ীঘরে হামলা ও লুটপাটকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবী জানান।
উল্লেখ্য, গত ০৩ মে বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ীতে ঈদুল ফিতরের নামাজ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আকিদুল মোল্লা ও খায়রুল শেখের মৃত্যু হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com