কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় শাপলা চত্বরস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলী।
বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ সভাপতি চাষী এম এ করিম, আবুল কালাম আজাদ, সাঈদ হাসান লোবান, যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান, পৌর মেয়র কাজিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ ড. শাহনাজ বেগম নাজু, জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমি দুলাল ও যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান খন্দকার চাঁদ প্রমুখ।
এসময় বক্তরা পদ্মা সেতুসহ শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন এবং বাংলাদেশ আওয়ামীলীগের গৌরব উজ্জ্বল ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শ মনে প্রাণে ধারণ করতে সকল নেতা কর্মীকে পরামর্শ প্রদান করেন। কর্মসূচিতে মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ প্রায় ৮ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com