মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের শেখ লুৎফর রহমান সেতুর পাশের আশ্রয়ন কেন্দের পুকুরে ডুবে আবদুল রাজ্জাক (৮) নামের এক শিশু মৃত্যু হয়েছে।
আবদুল রাজ্জাক উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নে পূর্ব আলীপুর গ্রামের একটি মাদরাসার ছাত্র এবং একই গ্রামের জামাল ঢালীর ছেলে।
স্বজনরা জানান, আবদুল রাজ্জাক মাদরাসা থেকে বাড়ি ফিরে বাড়ির সামনের পুকুরে গোসল করতে গিয়ে নিখোজ হয়। প্রায় ঘন্টা ব্যাপি খোঁজাখুঁজির পড়ে তাকে উদ্ধার করে স্থানীর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com