নীলফামারীর ডিমলায় কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যের বীজ,সার ও গাছের চারা বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার ।
বৃহস্পতিবার(২৩জুন) দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ৭৫ জন কৃষককে বিনামূল্যে ১কেজি পেঁয়াজের বীজ,২০ কেজি এমওপি -ডিওপি সার ও ৩০জন কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ ও ৪০ কেজি সার বিতরণ করেন।পর্যায়ক্রমে ১০ ইউনিয়নের ৯০০ জন কৃষকের মাঝে বিনামূল্যের ৫ কেজি ধানবীজ ও ২০ কেজি সার বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা সেকেন্দর আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান,দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com